ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেল দুর্ঘটনার পর হাইকোর্ট মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) হাইকোর্টে মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। গত সোমবার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ সংক্রান্ত রিট আবেদন করেন। রিটে বলা হয়েছিল, মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক। এর আগে, ২৬ অক্টোবর রোববার ফার্মগেট মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম আজাদের মাথায় আঘাত হানে। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আইনগত নোটিশ পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ প্রেরণ করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন ডাকযোগে নোটিশ পাঠান।
What's Your Reaction?

