বঞ্চিত সেনা কর্মকর্তাদের আবেদন গ্রহণে আইএসপিআরের নতুন নির্দেশনা

Sep 11, 2025 - 22:58
 0  2
বঞ্চিত সেনা কর্মকর্তাদের আবেদন গ্রহণে আইএসপিআরের নতুন নির্দেশনা
প্রতীকী ছবি

বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তথ্য চেয়ে আবেদন করার আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সাল পর্যন্ত সশস্ত্র বাহিনীতে যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের আবেদনের মূল কপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে।

এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বরখাস্ত ও বৈষম্যের শিকার সেনা কর্মকর্তারা চাকরিতে পুনর্বহাল, পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবি জানান। একই সঙ্গে সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও সামরিক আইন সংস্কারের জন্য কমিশন গঠনের দাবি ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow