বহিরাগত অছাত্রকে সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদলের সভাপতি পদ দেয়ার পায়তারা
                                    সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রায় তিন বছর পুর্বে পড়াশোনা শেষ করে বের হয়ে যায় রায়হান সেখ নামে এক ছাত্র। পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রত্ব না থাকলেও সে এবার ছাত্রদলের সভাপতি প্রার্থী হয়েছেন। এমনকি জেলা ছাত্রদলের কতিপয় নেতাকর্মী রায়হানকে সভাপতি পদ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
এ নিয়ে পলিটেকনিক ছাত্রদলের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তাদের প্রশ্ন, ইন্সটিটিউটের ছাত্র না হয়ে কিভাবে ইন্সটিটিউটের ছাত্রদলের সভাপতি প্রার্থী হয়? ছাত্রদলই বা কিভাবে এটা করতে পারে? মুলত ইন্সটিটিউটে ছাত্র রাজনীতি ধ্বংস করার জন্য এমন কাজ করছে সুবিধাবাদী কতিপয় জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা।
জানা যায়, রায়হান শেখ ২০১৭-১৮ সেশনে পলিটেকনিকে ভর্তি হন। ২০২১-২২ সেশনে পড়াশোনা শেষ করে কলেজ থেকে বের হয়ে যায়। বর্তমানে কলেজে তার কোন ছাত্রত্ব নেই। কয়েকমাস আগে জেলা ছাত্রদল জেলার সকল কলেজ সমুহে ছাত্রদলকে শক্তিশালী ও ছাত্র নেতৃত্ব জোরদার করতে কমিটি গঠন শুরু করেন।
ইতোমধ্যে জেলার অনেক কলেজের কমিটি ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতা সিরাজগঞ্জ সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদলের নেতাকর্মীরা পদপ্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহন করেন। কিন্তু কিছু জটিলতার কারনে কমিটি এখনো ঘোষনা করা হয়নি। সম্প্রতি কমিটির ঘোষনার তোড়জোর চলছে। আর এই কমিটি ছাত্রত্ব না থাকলেও সিরাজগঞ্জ সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে রায়হান সেখ প্রার্থীতা ঘোষনা করেন।
এ নিয়ে ছাত্রদলসহ ইন্সটিটিউটের সাধারন ছাত্রদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এরপরও জেলা ছাত্রদলের কতিপয় অসাধু নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের কাছে ছাত্রত্বহীন ছাত্র রায়হানকে সভাপতি পদ দিতে বিভিন্নভাবে তদবির করছে। ইন্সটিউটের সাধারন ছাত্র-ছাত্রীসহ ছাত্রদলের কর্মীরা বলছেন অছাত্র যদি ইন্সটিটিউট ছাত্রদলের সভাপতি হয় তবে ইন্সটিটিউটে ছাত্রদলের রাজনীতি ধ্বংস হয়ে যাবে।
এ অবস্থায় ইন্সটিউটের শিক্ষক-শিক্ষার্থী ছাত্রদলের নেতাকর্মীদের নিয়েই ইন্সটিউট ছাত্রদলের কমিটি ঘোষনার দাবি জানিয়েছেন।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

