বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

Jul 18, 2025 - 16:09
 0  2
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআর’র মধ্যে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে, জাতিসংঘের এই কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

এই চুক্তির ফলে বাংলাদেশ এখন সেই ১৬টি দেশের অন্তর্ভুক্ত হলো, যেখানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে সরাসরি কান্ট্রি অফিস পরিচালনা করে। বিশ্বের যেসব দেশে এ ধরনের অফিস রয়েছে, তার মধ্যে রয়েছে- বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, ও সিরিয়া।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব অফিসের মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা।

বাংলাদেশেও এই মিশন সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা এবং কারিগরি সহায়তা প্রদান করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow