এনবিআরে কর্মবিরতি-শাটডাউনে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণে ৯ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) উপসচিব রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়। আইআরডির যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলাম এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
কমিটির সদস্য সচিব করা হয়েছে বিভাগের উপসচিবকে (প্রশাসন-১)। এছাড়া অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি এবং এনবিআর, বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গত ২৮-২৯ জুন দুই দিন চট্টগ্রাম কাস্টমস হাউসের অফিস বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ; দীর্ঘ দুই মাস কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের কর্মচারীদের কর্মসূচি পালনের কারণে সকল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, কাস্টমস বন্ড কমিশনারেট এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/অন্যান্য দপ্তরের [কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটসহ] এবং কর অঞ্চলসমূহে রাজস্ব ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ; দীর্ঘ দুই মাসব্যাপী কর্মসূচির কারণে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমের ক্ষয়ক্ষতিসহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতি-শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। ২৯ জুন দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
What's Your Reaction?






