ইতিহাসে প্রথমবার নতুন রেকর্ড গড়লো বিটকয়েন

সোমবার (১৪ জুলাই) সকালে আবার নতুন রেকর্ড গড়েছে এই ক্রিপ্টোকারেন্সি। আজ সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে (জিএমটি)-এর দিকে এর মূল্য বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৩ হাজার ডলারে। গত দিনের তুলনায় যা ৪ শতাংশের বেশি।
গত পাঁচ দিন ধরেই বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে বাড়ছে এবং এক সপ্তাহের মধ্যে একাধিকবার সর্বোচ্চ দামে পৌঁছেছে।
সকাল ৯টা ২৫ মিনিটের (জেএমটি)-এর তথ্য অনুযায়ী, বিটকয়েনের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার ২০০ ডলার। আগের দিনের দামের তুলনায় যা ৪ দশমিক ২ শতাংশ বেশি।
ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষক প্রতিষ্ঠান কয়েনমার্কেটক্যাপ জানিয়েছে, বিটকয়েনসহ সকল ক্রিপ্টোকারেন্সির সম্মিলিত বাজারমূল্য গত ২৪ ঘণ্টায় ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
এছাড়া, দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ। এটির বর্তমান মূল্য ৩ হাজার ৪৫ ডলার।
সূত্র: আনাদোলু এজেন্সি।
What's Your Reaction?






