ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Jul 12, 2025 - 23:13
 0  2
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। খবর আল জাজিরা 

শনিবার (১২ জুলাই) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্ট করা একাধিক চিঠিতে এই তথ্য জানান। 

ইইউ দীর্ঘদিন ধরে ২৭টি সদস্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশায় ছিল। তবে ট্রাম্পের এ ঘোষণায় ওই আলোচনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সপ্তাহের শুরুতেই ট্রাম্প আরও কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল। পাশাপাশি, তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।

প্রাথমিকভাবে ইইউ-এর বিস্তৃত বাণিজ্য চুক্তির মধ্যে শিল্পজাত পণ্যে 'জিরো-ফর-জিরো' শুল্কের বিষয়টিও ছিল। তবে কয়েক মাস ধরে চলা আলোচনার পর ইইউ বুঝতে পেরেছে যে তাদের সম্ভবত একটি অন্তর্বর্তী চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু আলোচনার মাধ্যমে পাওয়ার আশা করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow