টাকার বিনিময়ে জন্মদিনের পার্টিতে পর্ন মডেলকে ডেকেছিলেন ইয়ামাল

Jul 14, 2025 - 22:04
Jul 14, 2025 - 22:04
 0  4
টাকার বিনিময়ে জন্মদিনের পার্টিতে পর্ন মডেলকে ডেকেছিলেন ইয়ামাল
লামিন ইয়ামাল ও মডেল ক্লদিও কালভো। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

নারী বিতর্ক লামিন ইয়ামালের পিছু ছাড়ছে না। লিগ মৌসুম শেষে ছুটি কাটানোর সময় পর্ন মডেলের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন তিনি। ২৯ বছর বয়সী মডেল ফাতি ভাসকেসের সঙ্গে ডেটিং নিয়ে বেশ সমালোচিত হন ইয়ামাল।

তারপরই সংবাদ মাধ্যমে খবর আসে, পর্নতারকা ক্লদিও বাভেলকে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন ইয়ামাল। কিন্তু তার বয়স কম হওয়ায় ওই মডেল প্রস্তাব প্রত্যাখান করেছিলেন।

লামিন ইয়ামাল এখন আর শিশুর তালিকায় নেই। এখন তার বয়স হয়ে গেছে ১৮ বছর। গতকাল জন্মদিন উদযাপন করেছেন তিনি। ওই জন্মদিনে সোনালী চুলের মডেল খুঁজছিলেন তারা। এমনকি তার বুকের মাপ কেমন হবে তা নিয়েও সুনির্দিষ্ট চাওয়া ছিল ইয়ামালদের পক্ষ থেকে। 

স্প্যানিশ মডেল ক্লদিও কালভো এক টিভিতে দাবি করেন, ‘আমাকে লামিন ইয়ামালের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল। তারা আমাকে ১০-২০ হাজার ইউরো (১৪-২৮ লাখ টাকা) দিতে চেয়েছিল। বিনিময়ে আমার থেকে তারা কী প্রত্যাশা করছিল আমার ধারণা ছিল না।’

৩০ বছর বয়সী এই মডেল জানান, তাদের কিছু শর্ত ছিল। যেমন- তাকে সোনালী চুলের মডেল হতে হবে। বুকের মাপ কেমন হবে, ওজন কেমন হবে তা বলে দেওয়া হয়েছিল। সঙ্গে ফোন নেওয়া যাবে না এমন শর্তও ছিল।

ইয়ামাল তার জন্মদিনের এক মিনিটের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যাতে দেখা গেছে- তার জন্মদিনে লেভানডভস্কি, রাফিনিয়া, কুবার্সি, গাভিরা অংশ নেন। সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, পার্টিতে ফোন নিয়ে যাওয়া নিষেধ ছিল এবং দুই ভাগে পার্টি বিভক্ত ছিল। যার একটিতে সতীর্থ, কাছের বন্ধু ও পরিবারের সদস্য মিলিয়ে ২০০ জন আমন্ত্রিত ছিলেন। সেখানে অবশ্য অনেক মডেলকে নেচে-গেয়ে আনন্দ করতে দেখা যায়।

লামিন ইয়ামালের পার্টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বার্সার কোচ হানসি ফ্লিককে। জার্মান কোচ জানিয়েছেন, ইয়ামালের পার্টি নিয়ে তার কোন সমস্যা নেই। বার্সা প্রাক মৌসুমের অনুশীলন শুরু করবে। সেখানে ইয়ামাল ঠিকঠাক অনুশীলনে আসলে, পরিশ্রম করলেই চলবে কোচের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow