স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন শাকিব খানের প্রযোজক

আগামী বছর ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত একটি সিনেমা মুক্তি পাবে। সিনেমার নাম ও শুটিং এখনো শুরু হয়নি। এটি পরিচালনা করবেন নাটকের নির্মাতা আবু হায়াত মাহমুদ। এটাই পরিচালকের প্রথম চলচ্চিত্র।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান।
সিনেমাটি প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ল্যান্ড সংস্থার শিরিন সুলতানা। এরই মধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ক্রিয়েটিভ ল্যান্ডের ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিরিনের ছবি পোস্ট করে লেখা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিরিন সুলতানা সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ে প্রতিবন্ধকতা, পাইরেসিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সিনেমা ইন্ডাস্ট্রির খোঁজখবর নিয়ে সিনেমা নির্মাণের এই উদ্যোগ নেওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি আন্তরিকভাবে আশ্বস্ত করেছেন, যাতে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয় এজন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
বলে রাখা ভালো, গত ঈদুল আজহায় শাকিব খানের তাণ্ডব সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসি হয়। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়ে প্রযোজনা সংস্থা।
What's Your Reaction?






