টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মোস্তাফিজ

Jul 18, 2025 - 15:14
 0  3
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মোস্তাফিজ
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসা স্টেডিয়ামে ১ উইকেট শিকার করেই এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মোস্তাফিজের ঝুলিতে জমা পড়েছে ১৩৬টি উইকেট। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন অনেক বড় নামকে। বর্তমানে তার ওপরে রয়েছেন কেবল চারজন-নিউজিল্যান্ডের টিম সাউদি, আফগানিস্তানের রশিদ খান, বাংলাদেশের সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের ইশ সোধি।

এই তালিকায় মুস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার। 

অন্যদিকে তালিকার শীর্ষে থাকা টিম সাউদি ডানহাতি পেসার, যিনি ১২৩ ইনিংসে শিকার করেছেন ১৬৪টি উইকেট। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খান ৯৬ ম্যাচে নিয়েছেন ১৬১ উইকেট। তৃতীয় স্থানে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান ১২৯ ইনিংসে শিকার করেছেন ১৪৯টি উইকেট। চতুর্থ স্থানে থাকা ইশ সোধি ১২৫ ম্যাচে নিয়েছেন ১৪৬ উইকেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow