নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

Jul 18, 2025 - 15:09
 0  3
নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মুন্না নামের এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, হকার্স মার্কেটটির অধিকাংশই জামা-কাপড়ের দোকান। আমার দোকানটিতে কিছুদিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রাখি। আগুনে আমার অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরি ৬৪২টি ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে মার্কেটটির ৩০টি দোকানঘর পুড়ে গেছে।

তিনি বলেন, হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

তিনি বলেন, চেম্বার অব কমার্সের প্রতি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা এবং দোকানগুলো পূর্ণ নির্মাণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow