‘১৩ নভেম্বর ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Nov 9, 2025 - 00:47
 0  13
‘১৩ নভেম্বর ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ লেখাসহ একটি ছবি পোস্ট করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মতিন মোল্লা (৩৫)। তিনি টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মতিন মোল্লা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৬ জন সহযোগীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।’

পোস্টটি নজরে আসার পর মতিন মোল্লাকে চলতি বছরের ১৮ জানুয়ারি দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ১৭০ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করে ও আরও প্রায় তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন বিএনপি সমর্থক লাভলু সর্দার।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেয়ায় মতিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow