চট্টগ্রামে ৭ মাস বয়সী শিশু অপহৃত, উদ্ধার কক্সবাজারে

Jul 18, 2025 - 14:16
 0  4
চট্টগ্রামে ৭ মাস বয়সী শিশু অপহৃত, উদ্ধার কক্সবাজারে
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম থেকে অপহৃত সাত মাস বয়সী এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বুধবার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মৌলভীকাটা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুমাইয়া আক্তার (১৯) ও নুরুল আলম (৪০)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত মাস বয়সী শিশুটির মায়ের বাসা বায়েজিদ শান্তিরনগর এলাকায়। সেখানে সাবলেট থাকতেন গ্রেপ্তার সুমাইয়া। এ কারণে শিশুটিকে সে সহজেই অপহরণ করতে পেরেছে।”

ওসি বলেন, গত মঙ্গলবার সকালে শিশুটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সুমাইয়া। শিশুটির মা থানায় এসে অভিযোগ করে, তার সন্তানকে ফিরিয়ে দিতে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

অভিযোগ পেয়েই বায়েজিদ থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে জানিয়ে ওসি কামরুজ্জামান বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারি, শিশুটিকে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছে। একসময় তারা চকরিয়া উত্তর বরইতলী এলাকায় অবস্থান নেন।

“পুলিশের নজরদারি টের পেয়ে সেখান থেকে শিশুটিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামে নুরুল আলমের ঘরে নিয়ে যায়।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow