নাটোরে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর ডিগ্রি কলেজের এক এসএসসি পরীক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, ওই কলেজের ফুড প্রসেসিং ট্রেডের পরীক্ষার্থী মো. সাব্বির আহমেদ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ের মধ্যে আত্মকর্মসংস্থান নামে একটি বিষয়ে অকৃতকার্য হন। এরপর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ওই বিষয়েরই পুনরায় পরীক্ষা দেন তিনি। পরে গত ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশিত ফলাফলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি কৃষি বিষয়েও তাকে ফেল দেখানো হয়েছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিল না।
এ বিষয়ে পরীক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ২০২৫ সালে আমি শুধু আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছি। কৃষি বিষয় কখনোই আমার পরীক্ষার অংশ ছিল না। কিন্তু ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানো হয়েছে, যা দেখে আমি বিস্মিত ও হতবাক। বিষয়টি জানার পর গত ১৭ জুলাই কলেজে গিয়ে আবেদন করেছেন বলেও জানান তিনি।
আহম্মেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইসাহাক আলী বলেন, বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। বিষয়টি নিয়ে খোঁজ নেয়া হচ্ছে। যেহেতু কৃষি চতুর্থ বিষয়, তাই মূল ফলাফলে প্রভাব ফেলবে না। তবুও আমরা বোর্ডকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?






