জয়পুরহাটে "সকালের সংযোগ" সম্পাদক রাশেদ খান মিলন গ্রেপ্তার

Apr 22, 2025 - 18:27
 0  18
জয়পুরহাটে "সকালের সংযোগ" সম্পাদক রাশেদ খান মিলন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

মোঃ মেহেদুল ইসলাম, জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল "সকালের সংযোগ ২৪" ডটকম এর সম্পাদক ও প্রকাশক রাশেদ খান মিলনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর রাতে উপজেলার খঁড়িকাটা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানা পুলিশ।

জানা যায়, ঢাকার এক নারী সঙ্গীত শিল্পীর একটি ইউটিউব চ্যালেন দেখভাল করতো রাশেদ। ওই ইউটিউব চ্যানেলটির ভ্যালুয়েশন ছিল প্রায় ২৫ লক্ষ টাকা৷ এক সময় রাশেদ চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ওই চ্যানেলের সকল গানের ভিডিও ডিলিট করে দেয়। এ নিয়ে ঢাকার ওই নারী শিল্পী রাশেদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় অভিযোগ করেন। এনিয়ে থানায় দুই পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠকও করা হয়৷ কিন্তু এর সুরাহা না হওয়ায় ওই নারী ঢাকার সাইবার আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে ক্ষেতলাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।

গ্রেপ্তারকৃত রাশেদ  উপজেলার খঁড়িকাটা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  দীপেন্দ্রনাথ সিং বলেন, এ মামলার বিস্তারিত জানা নেই। ঢাকার সাইবার আদালতের মামলার ওয়ারেন্ট মূলে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে জয়পুরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow