বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশের সাংবাদিককে মারধর

Oct 19, 2025 - 23:28
 0  2
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশের সাংবাদিককে মারধর
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘‘দৈনিক আমার দেশ’’ পত্রিকার এক প্রতিবেদককে মারধরের অভিযোগ উঠেছে। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ করা হয়েছে।

পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আগামী নির্বাচনে বিএনপির সিলেট বিভাগের সংসদ সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন দৈনিক আমার দেশের নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম। তাকে মারধরের পর তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয় এবং তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন বলে জানাগেছে।

ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেদক জাহিদুল বলেন, বিএনপির কর্মসূচি কভার করতে রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে যান তিনি। বিকালে সিলেট বিভাগীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় হইচই শুরু হলে তিনি ভিডিও করতে গেলে কয়েকজন তাকে মারধর করে।

তার ফোনটিও কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয় অভিযোগ করে তিনি বলেন, পরে সেখানে উপস্থিত অন্যান্য সাংবাদিক তাকে উদ্ধার করেন।

এ ঘটনা নিয়ে আমার দেশ এর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “এ সময় (প্রতিবেদককে মারধরের সময়) হামলাকারীরা বলতে থাকে- আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করছে। এখানে বিএনপির দোষ খুঁজতে রিপোর্টার পাঠিয়েছে।”

এদিকে গুলশানে সাংবাদিকের ওপর মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গণমাধ্যমে রাতে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার পত্রিকার রিপোর্টার জাহিদ হাসান আঘাতপ্রাপ্ত এবং উপস্থিত কিছু সাংবাদিক হেনস্তার শিকার হোন। গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এই কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসানসহ উপস্থিত সাংবাদিকদের প্রতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow