মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

Jan 11, 2025 - 10:50
 0  2
মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
ছবি : সংগৃহীত

কনকনে শীত উপেক্ষা করে সকাল হতে না হতেই লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন ক্লিনিকে যান তিনি।

এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরেফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow