মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাঠে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সি পরে খেললেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে তার দুই গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।
৩৮ বছর বয়সী মেসির এটি ছিল ১৯৪তম আন্তর্জাতিক ম্যাচ। এই জয়ের পর আর্জেন্টিনার হয়ে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন।
ম্যাচের আগে, সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীতের সময় আবেগে চোখে জল এসে যায় তার। স্টেডিয়ামের গ্যালারিতে অনেক দর্শকও কান্নায় ভেঙে পড়েন, তার এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো লিখেন,‘তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। আমরা কতটা সৌভাগ্যবান, তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে! আমরা তোমাকে ভালোবাসি মেসি।’
এদিকে, ম্যাচ শেষে মেসি নিজেও বলেন,‘এটা খুব আবেগের মুহূর্ত। আর্জেন্টিনার মানুষের সামনে এভাবে খেলা শেষ করতে পারাটা ছিল আমার স্বপ্ন।’
What's Your Reaction?






