মৎস্যঘেরে হামলা ও লুটপাটের অভিযোগ, অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক
জসিম উদ্দিন, মোংলা বন্দর
নিরিহ মানুষদের মৎস্যঘেরে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ তিন সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড।
রোববার (২ ফেব্রয়ারি) ভোরে বাগেরহাটের মোংলার পশুর নদী সংলগ্ন দাকোপ এলাকায় পুলিশ সদস্যদের সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার সকাল সাড়ে ১১ টায় কোস্টগার্ড পশ্চিমজোনের সদর দপ্তর মোংলার দ্বীগরাজ ঘাটিতে ওই সন্ত্রাসীদের হাজির করে এসব তথ্য নিশ্চিত করেন, বাহিনীটির অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহম্মেদ।
আটকৃত সন্ত্রাসীরা হলেন, মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মোঃ সোহরাব সানা (৬০) এবং মোঃ সিরাজুল সানা (৩০)। তারা সকলেই খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড এর দাবি আটককৃত সন্ত্রাসীরা এসব অস্ত্র সমূহ ব্যবহার করে উপকুলের বিভিন্ন এলাকায় মাছের ঘের দখল করতো। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
What's Your Reaction?