যত দ্রুত সনদের আইনি ভিত্তি, তত দ্রুত ভোটের দিকে যাত্রা : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশে পাঁচ দিনের সফরের জন্য মঙ্গলবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। সফরে তাঁর সঙ্গী হয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
নাহিদ ইসলাম বলেন, চীনের সঙ্গে যোগাযোগ বাড়ানো এই সফরের মূল উদ্দেশ্য। সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন নিয়ে মতবিনিময় হবে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে।
এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলের প্রতিনিধিরা চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করেছেন। গতকালই মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে এনসিপির দায়িত্ব নেওয়া নাহিদ।
মাহফুজের ওপর হামলাচেষ্টার নিন্দা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে জুলাই অভ্যুত্থানের নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টার প্রতিবাদ জানিয়েছে এনসিপি। মঙ্গলবার দলের বিবৃতিতে বলা হয়, গণহত্যাকারী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কনস্যুলেট অফিসে ভাঙচুর চালিয়েছে; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ করেছে।
হামলার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
What's Your Reaction?






