রাকসু নির্বাচন আমাদের জুলাই আন্দোলনেরই ফল : শিবির সমর্থিত ভিপি প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত আয়োজনকে ‘জুলাই আন্দোলনের ফল’ হিসেবে উল্লেখ করেছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেছেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়েই শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবি বাস্তবায়নে একত্র হয়েছিল, আর সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই আজ ৩৫ বছর পর ভোটের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুবেরী ভবনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আমরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করলাম। গত ৩৫ বছর ধরে যেহেতু রাকসু নির্বাচন হয়নি, অর্থাৎ ভোটারদের যে আনন্দ সেই আনন্দ থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করে রাখা হয়েছিল। একটা গোষ্ঠী প্রাপ্ত বানচাল করার জন্য সবসময়ই তৎপর ছিল। আমরা আমাদের জায়গা থেকে সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং অবশেষে সফল করতে পারছি, আলহামদুলিল্লাহ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেভাবে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করছেন সেই আনন্দটা আমরা কখনোই পাইনি। আমরা প্রত্যাশা করছি ভালো ফলাফলের, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার আমরা দিয়েছি সেই ইশতিহার অনুযায়ী আমরা সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করব।
তিনি বলেন, আমার ব্যক্তিগতভাবে যদি অনুভূতির কথা বলি সকল শিক্ষার্থীদের মতোই আমার অনুভূতি। আমরা চাই অনুভূতি পাচ্ছি সেই অনুভূতি দীর্ঘ ৩৫ বছর পর পাচ্ছি। মূল কথা হচ্ছে ৩৫ বছর পর যেই অনুভূতি হওয়া দরকার সেই অনুভূতি আমাদের মধ্যে হচ্ছে। আমি আশায় এবং করি প্রত্যেক শিক্ষার্থী আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করবেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে সারাদিন সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রেখে নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে তারা যেন সহযোগিতা করে, কোনো ধরনের দ্বিচারিতা আচরণ না করে। যেকোনো জায়গায় ভোটারদের লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে, নির্দিষ্ট সময় ভোট দেওয়ার ক্ষেত্রে এবং ফলাফলের ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন সুষ্ঠু পরিবেশ বজায় রাখ।
ডাকসু, চাকসু, জাকসুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানকার উইকনেসগুলো যেগুলো ছিল সেগুলো খুঁজে বের করে সেগুলো যাতে করে এই নির্বাচনে প্রভাব না পড়ে সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
ভোট কেন্দ্রের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত সুন্দর পরিবেশ হচ্ছে, কারো প্রতি কোনো ধরনের অভিযোগ আমরা দিচ্ছি না, তবে আমরা অবজারভেশনে রাখছি। নির্বাচন কমিশন এবং গণমাধ্যমকে আমরা সাথে সাথেই জানাবো। নির্বাচন কমিশনসহ অন্যান্য চাকা দল মত রয়েছেন, ভোটে অংশগ্রহণ করেছেন আজ তাদের প্রতি আহ্বান থাকবে আচরণবিধির ওপর খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা রয়েছে সে ধারার উপর খেয়াল রেখে সুষ্ঠুভাবে নির্বাচন যেন ভূমিকা রাখে সেটা প্রত্যাশা করি।
What's Your Reaction?






