রাজধানীতে জামায়াত-খেলাফতসহ ৭ দলের বিক্ষোভ, তীব্র যানজট

Sep 18, 2025 - 19:36
 0  10
রাজধানীতে জামায়াত-খেলাফতসহ ৭ দলের বিক্ষোভ, তীব্র যানজট
ছবি : সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও প্রেসক্লাব এলাকায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ সাত দলের বিক্ষোভে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসফেরত মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

বিকেল তিনটার দিকে পুরানা পল্টন মোড়, গুলিস্তান, বায়তুল মোকাররম গেট ও প্রেসক্লাবের সামনে একযোগে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ সময় বায়তুল মোকাররম গেট থেকে হাত পাখার প্রতীক নিয়ে একটি মিছিল পুরানা পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড়ে যায়। পুলিশ মিছিলের নিরাপত্তায় দুই পাশের রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ করে দিলে যানজট ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে।

ইসলামী ছাত্র আন্দোলনের দাবিগুলো হল- জুলাই সনদ কার্যকর; রাষ্ট্রের সংস্কার; পিআর পদ্ধতিতে নির্বাচন; ও অভ্যুত্থানে শহীদদের হত্যার দ্রুত বিচার কার্যক্রম। এর আগে ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে বলে জানায় জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।

বিক্ষোভের কারণে পল্টন, সচিবালয় মতিঝিল গুলিস্তানসহ আশেপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে যানবাহন থেকে নেমে অনেকে গন্তব্য যাচ্ছেন হেটে। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow