রাজপথে না থাকায় বিএনপির এই নেতা জুলাইযোদ্ধাদের চিনতে পারছেন না : নাহিদ ইসলাম

Oct 18, 2025 - 20:58
 0  2
রাজপথে না থাকায় বিএনপির এই নেতা জুলাইযোদ্ধাদের চিনতে পারছেন না : নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘বিশৃঙ্খলকারীরা আওয়ামী লীগের অনুসারী’- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে রাজপথে না থাকায় বিএনপির এই নেতা প্রকৃত জুলাইযোদ্ধাদের চিনতে পারছেন না।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, তিনি জুলাইযোদ্ধা যারা গতকালকেও আহত হয়েছেন তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারি হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি নেতা সালাহউদ্দিন জুলাই আন্দোলনে রাজপথে না থাকায় কারা লড়াই করেছে তাদের চিনতে পারছেন না মন্তব্য করে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বলেন, তিনি (সালাহউদ্দিন আহমদ) হয়তো ভুলবশত বা তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এ রকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু তিনি হয়তো জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, আতিকুল গাজী- যার হাত কাটা গেছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তাদের যেকোনো দাবির পরিপ্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুব কষ্টের, খুব বেদনাদায়ক।

তিনি আরও বলেন, আমাদের আহ্বান থাকবে তিনি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইবেন। তাদের সঙ্গে বসে জুলাই গণঅভ্যুত্থানের গল্পটা শুনবেন, ইতিহাসটা শুনবেন কারা লড়াই করেছে, কীভাবে লড়াই করেছে। কীভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাইযোদ্ধাদের বিক্ষোভ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, যেসব বিশৃঙ্খলা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাইযোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।

এনসিপি কেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি তার কারণ তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow