রামুতে সিএনজি থামিয়ে ডাকাতি, আটক ১

আরিয়ান খান, কক্সবাজার
রামুর খুনিয়াপালংয়ের ৩নং ওয়ার্ডের মধ্যম খুনিয়াপালংয়ের শফি আলম মেম্বারের রাস্তার মাথা সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে সিএনজি গাড়ি থামিয়ে ডাকাতির সময় এক ডাকাতকে আটক করেছে রামু থানা পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) রাতে ডাকাতির সময় তাকে আটক করে রামু থানা পুলিশ।
আটককৃত ডাকাত খুনিয়াপালং ৩ নং ওয়ার্ডের জমিরাকাটার মৃত সৈয়দ আলমের ছেলে আব্দুর ছফুর।
এসময় ডাকাতদের ফেলে যাওয়া ১টি কিরিচ, ২টি ধারালো দা, ৫টি লোহার রড, ১টি চাইনিজ টিপ ছুরি ও ২টি লাঠি জব্দ করা হয়েছে।
What's Your Reaction?






