লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের বিক্ষোভ থেকে আটক ৮৯০

Sep 7, 2025 - 21:02
 0  1
লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের বিক্ষোভ থেকে আটক ৮৯০
ছবি : সংগৃহীত

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন–এর সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে আটক করা হয়েছে। রোববার পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে জুলাই মাসে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

সরকার জানিয়েছে, মানুষকে এ নিষিদ্ধ সংগঠনের সমর্থনে রাস্তায় না নামতে অনুরোধ করা হয়েছে। মূলত প্যালেস্টাইন অ্যাকশনকে কালো তালিকাভুক্ত করা হয় কয়েক মাস আগে, যখন এর কিছু সদস্য রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে সামরিক বিমানে লাল কালী দিয়ে প্রতিবাদী বক্তব্য লিখে দেয়। এর আগেও যুক্তরাজ্যে ইসরায়েলের সঙ্গে জড়িত প্রতিরক্ষা কোম্পানিগুলোতে হামলা ও ভাঙচুর চালানো হয়। সংগঠনটি অভিযোগ করে আসছে যে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার গাজায় ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত।

শনিবার ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে হওয়া বিক্ষোভ থেকে ৮৯০ জনকে আটক করা হয়, যা এতদিনের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ৮৫৭ জনকে আটক করা হয়েছে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন দেখানোর কারণে। বাকি ১৭ জনকে আটক করা হয় পুলিশের ওপর হামলার অভিযোগে।

লন্ডন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট জানান, “আমরা যে সহিংসতার মুখোমুখি হয়েছি, তা ছিল সুসংগঠিত ও পরিকল্পিত। উদ্দেশ্য ছিল যতটা সম্ভব বিশৃঙ্খলা সৃষ্টি করা।”

প্রতিবাদকারীদের সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে পুরোহিত, যুদ্ধপ্রবীণ, স্বাস্থ্যকর্মীসহ অনেক প্রবীণ ও প্রতিবন্ধী রয়েছেন। তাদের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ধরনের গণপ্রতিবাদ চলবে।

প্রসঙ্গত, প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর থেকে এটি আইনগতভাবে আল-কায়েদা ও আইএস-এর মতো সংগঠনের সমপর্যায়ে স্থান পেয়েছে। ফলে এর সমর্থন বা সদস্যপদ নেয়া এখন অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। মানবাধিকার সংগঠনগুলো এই নিষেধাজ্ঞাকে “অতিরঞ্জিত ও স্বাধীন মতপ্রকাশের ওপর হস্তক্ষেপ” বলে সমালোচনা করছে।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি স্কাই নিউজকে বলেন, “গাজার ছবি দেখে আমরা সবাই কষ্ট পাই, এবং যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চান, আমি তাদের সাধুবাদ জানাই। কিন্তু এর জন্য নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে নিজেদের যুক্ত করার প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, এ ধরনের কঠোর ব্যবস্থা না নিলে ডানপন্থি মহল থেকে পুলিশ ও বিচারব্যবস্থা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংগঠনটিকে সমর্থন দেয়ার কারণে আটক হওয়া ব্যক্তিদের অনেককেই জামিনে ছাড়া পেয়েছেন। তবে ঠিক কতজন এখনো আটক আছেন, তা স্পষ্ট নয়।

সূত্র : রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow