শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

Jul 21, 2025 - 17:45
 0  4
শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ছবি সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। 

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় ক্লাস চলছিল বলে জানা গেছে। ফলে অনেক শিক্ষার্থী ও শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার ফলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল ৩টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর আহত ২৫ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশু ও শিক্ষকরাও রয়েছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে ২ প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং উড্ডয়নের ১২ মিনিট পর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন ধরে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow