শেষ কর্মদিবসে স্কুলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শিক্ষক
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বিদ্যালয়ের ওয়াশ রুমে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসর নামাজ পড়ার আগে অজু করতে তিনি ওয়াশরুমে যান। এরপর সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। পরে শিক্ষকরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেলাল হোসেন বলেন, ফজলুল করিম ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে এমন মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। শিক্ষা পরিবার একজন আদর্শ শিক্ষককে হারালো।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, নম্র ও দায়িত্বশীল শিক্ষক।
শেষ কর্মদিবসে নিজ বিদ্যালয়ে এমন মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোক বিরাজ করছে। তাঁর বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের মীরের দেয়ালমুরা গ্রামে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রায়গঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
What's Your Reaction?

