আ. লীগের দোসর অবৈধ সিবিএ ঢাকা ওয়াসায় দাপিয়ে বেড়াচ্ছে

নিজেকে ঢাকা ওয়াসা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বৈধ সভাপতি দাবি করে আওয়ামী লীগের দোসররা ইউনিয়ন অফিস দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন আনিসুজ্জামান খান শাহীন। তিনি বলেছেন, যারা দখল করে রেখেছেন তারা সাবেক এমডি তাকসিম এ খানের দোসর ও আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী। তারা বিএনপির কেউ নয়।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
আনিসুজ্জামান খান শাহীন বলেন, ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের অনুসারীরা জাতীয়তাবাদী ইমপ্লইজ ইউনিয়ন নামে ঢাকা ওয়াসায় দাপিয়ে বেড়াচ্ছে। আজিজুল ইসলাম খান ও মনির হোসেন পাটোয়ারীর নেত্বত্বে একটি চক্র ঢাকা ওয়াসায় নানা অনিয়ম করে যাচ্ছে। আজিজুল ইসলাম খানকে ভালো জায়গায় পোস্টিং দেয়ার জন্য সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ওয়াসার এমডিকে সুপারিশ করেছিলেন। আর পাম্প অপারেটর মনির হোসেন পাটোয়ারী ও তার ভাইকে রাজস্ব পরিদর্শক হয়েছেন। এরা নিজেদের ওয়াসা সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করছে। এই চক্রই সাবেক এমডি ফজলুর রহমানের সঙ্গে যোগসাজশ করে ৬০০ জনকে আউটসোর্সিং করেছেন। এখানে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। অথচ ঢাকা ওয়াসায় আউটসোর্সিং নিষিদ্ধ।
তিনি বলেন, ভোটের মাধ্যমে নির্বাচন করে তিনি ঢাকা ওয়াসা সিবিএর সভাপতি হয়েছিলেন। বিগত সরকারের আমলে তাকে মামলা দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আদালতের রায় পাওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দিতে পারেননি। ওয়াসা ভবনে ঢুকতে গেলে তাকসিম গংয়ের সদস্য আজিজুল ইসলাম, মাহবুব, মনির, বদরুল, মান্নান ও হাফিজ বাধা দিচ্ছে। তিনি ঢুকতে পারছেন না। অথচ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মাধ্যমে তিনি ঢাকা ওয়াসায় চাকরি পেয়েছিলেন।
এ সময় আনিসুজ্জামান খান শাহীনের অনুসারী সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






