সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

Aug 10, 2025 - 23:37
 0  2
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন আশুলিয়ার গণমাধ্যম কর্মীরা।

রোববার সকাল সাড়ে দশটায় পলাশবাড়ী আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।

এসময় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হামলা, হত্যা, মিথ্যা মামলা বন্ধের দাবী জানানো হয় এবং তাদের সুরক্ষায় নির্দিষ্ট ব্যবস্থা করে দেওয়ার দাবীও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে। গণমাধ্যম কর্মীকে হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত না করতে পারে এজন্য রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খাঁন লিটন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ শফি মাহমুদ, প্রচার সম্পাদক আল-মামুন, চ্যানেল টুয়েন্টি ফোর এর ওপু ওহাব, যুগান্তরের মেহেদী হাসান মিঠু, মোহনা টিভির লাইজু আহমেদ, নয়া দিগন্তের তুহিন আহমেদ, আরটিভির ওমর ফারুক, সময়ের আলোর আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান জিল্লু, দেশ রূপান্তরের আশুলিয়া প্রতিনিধি খোকা মোঃ চৌধুরী, বাংলা নিউজের সাভার প্রতিনিধি মাহি, গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি শাহীন, দৈনিক ভোরের দর্পণের মশিউর রহমান, মাই টিভির আনোয়ার হোসেন, ইমরান হাসান নিলয় ও বিডি টুয়েন্টি ফোর লাইভের শাকিল শেখ সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow