সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই সামনে রয়ে গেছে : জামায়াতের আমির

Jan 16, 2025 - 16:15
 0  1
সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই সামনে রয়ে গেছে : জামায়াতের আমির
ছবি : সংগৃহীত

লড়াই এখনও শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনও আমাদের সামনে রয়ে গেছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি যেন আমাদের ভোটের অধিকার আবারও কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে আমরা মানুষ। আমরা সাধারণ কোনো প্রাণী নাই যে তোমাদের টাকার কাছে বিক্রি হবো। দেশের শাসন ক্ষমতায় ক্লিন হার্ট মানুষ দেখতে চাই।

তিনি আরও বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তবে কখনই দেশের মালিক হবো না। আমরা হবো সেবক।

ঝিনাইদহ প্রধান মোড়ে অনুষ্ঠিত পথসভাটিতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির আরিফ হোসেন। আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, শহর সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহসহ উপজেলার ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow