হাদি হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড

Dec 15, 2025 - 17:42
 0  3
হাদি হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, তার বান্ধবি মারিয়া আক্তার লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন, হাদি হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদকে এই আসামিরা হত্যাচেষ্টায় সহযোগিতা ও পালাতে সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। তিনি এখন কোথায় আত্মগোপনে রয়েছে সে তথ্য উদঘাটনের জন্য আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তবে অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন, এবং তার স্বামী কোথায় আছে সেটাও তিনি জানেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের জোর দাবি জানান। তারা বলেন, এই আসামিদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কাদের নির্দেশে এমন ঘটনা ঘটানো হয়েছে, সে তথ্য উদঘাটন করা সম্ভব হবে। 

প্রসঙ্গত, রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, রোববার সন্ধ্যায় তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। এ সময় ফয়সালের স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে তা পুলিশের নিকট হস্তান্তর করে র‍্যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow