হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
ছাত্র-জনতার আন্দোলন ও এর পরবর্তী গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল রেকর্ড এবং গুমের বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন। তারা জানান, কল রেকর্ডগুলোর মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ব্যবহৃত পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কিত স্পষ্ট তথ্য পাওয়া গেছে। এছাড়া, গুমের ঘটনা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্যও হাতে এসেছে, যা তদন্তে সহায়ক হবে।
প্রসিকিউটররা আরও জানিয়েছেন, এসব তথ্য ও প্রমাণের ভিত্তিতে নতুন দিক উন্মোচন হতে পারে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সেগুলো ব্যবহার করা হবে।
জুলাই ও আগস্ট মাসে হওয়া গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষা করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ বিষয়ে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ এক সংবাদ সম্মেলনে জানান, “শেখ হাসিনাসহ যারা কল রেকর্ডে জড়িত, তাদের অডিও রেকর্ডগুলোর অথেনটিকেশন প্রমাণ করতে আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছি। সিআইডিসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রসিকিউশন জানায়, এসব তথ্য-প্রমাণ আন্তর্জাতিক আদালতে গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ লুকানোর জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তারা আরও বলেন, এসব তথ্য সংগ্রহে যেসব সংস্থার সাহায্য নেওয়া হয়েছে, সেখানেও কিছু ক্ষেত্রে অসহযোগিতার মুখোমুখি হতে হয়েছে।
What's Your Reaction?