আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলা, তথ্য চাওয়া হয়েছে কাঠালিয়া থানায়

Aug 2, 2025 - 20:47
 0  5
আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলা, তথ্য চাওয়া হয়েছে কাঠালিয়া থানায়
ছবি সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

গাজীপুর কোর্টে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল আউয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, মামলাটি ডিএমপি'র গাজীপুর কোর্টে যাত্রাবাড়ী থানায় এক্সপ্লানেটরি নং–৭৫, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫; ডি.আর. নং–৬৩৭, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫ ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১০৯ ধারায় রুজু করা হয়।

মামলার আলোকে যাত্রাবাড়ী থানা কর্তৃপক্ষ ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি পত্র পাঠিয়েছে। পত্রে বলা হয়েছে, আসামির নাম, বয়স, পেশা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ভোটার আইডি নম্বর, পাসপোর্ট, পিতা-মাতার নাম এবং রাজনৈতিক পরিচয়সহ পদ-পদবি বিস্তারিতভাবে জানাতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “যথাযথ তথ্য অনুপস্থিত থাকলে তদ্বিষয়ে নাম, বংশ ইত্যাদি বিস্তারিত বিবরণ এখানেই উল্লেখ করতে হবে।”

আসামির পরিচয়: আব্দুল আউয়াল (৫২) পিতা: সিরাজ উদ্দিন, স্থায়ী ঠিকানা: গ্রাম–দক্ষিণ তালগাছিয়া, উপজেলা–কাঠালিয়া, জেলা–ঝালকাঠি, বর্তমান ঠিকানা: ৫৪২ নার্সারি রোড, প্রথম তলা, পূর্ব রাজাপুর, ঝালকাঠি, পোস্ট কোড: ৮৪১০, বাংলাদেশ, পদবি: অর্থ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, কাঠালিয়া উপজেলা, জেলা–ঝালকাঠি ।

সূত্র জানায়, মামলার অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow