আখাউড়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার কর্মী-সমর্থকরা।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন নেতাকর্মীরা। মিছিলটি শহরের মায়াবী কমপ্লেক্স মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, যুবদলের সদস্য সচিব মহসিন আহমেদ ভূঁইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনের জন্য ঘোষিত জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে, আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
What's Your Reaction?

