আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

Aug 3, 2025 - 01:35
 0  3
আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। 

এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়া থানার শিমুলিয়া এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে সেলিম কবির (৪৮), সে সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত হাজী বিল্লাল মৃধার ছেলে হাজী মোশাররফ মৃধা (৪৮)। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য। ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বাইখির এলাকার মৃত আহমেদ সাঈদ মিয়ার ছেলে মিলন মিয়া (৫০), সে আশুলিয়ার কুরগাও সোসাইটি থেকে আ.লীগের মিসিল মিটিংয়ে সক্রিয় থাকতেন ও উসকানিমূলক লেখা লেখি করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাও ও কুমকুমারী এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে থেকে আওয়ামী লীগের মিছিলে অংশ গ্রহণ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, শনিবার সকালে গ্রেপ্তার আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে সেলিম কবিরের ৫ দিনের দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow