কালিয়াকৈরে হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Oct 18, 2025 - 20:40
 0  2
কালিয়াকৈরে হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় হাজী বাড়ী তরুণ তেজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ (সিজন–১)’ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে হাজী বাড়ী মসজিদ মাঠ সংলগ্ন স্থানে এই খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা। ফাইনাল ম্যাচে আর.কে ব্লাস্টার ও রেড হর্স দলের মধ্যে মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলো দর্শকদের মাতিয়ে তোলে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ সামছুল আলম সরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইসহাক আলী মাতাব্বর। এছাড়া টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর ১ আসনের এমপি পদপার্থী মজিবুর রহমান।

খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে ফুটবলের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow