পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

Oct 18, 2025 - 20:33
 0  3
পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৮ অক্টোবর) শিক্ষকদের জন্য দুদিনব্যাপী ‘কোর্স ফাইল অ্যান্ড কোর্স আউটলাইন প্রিপারেশন’ বিষয়ে একটি কর্মশালা সকাল ১০টায় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন। প্রথম ব্যাচে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামীকাল দ্বিতীয় ব্যাচে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করবেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের হাতে-কলমে শিখতে হবে। সীমিত সম্পদের মধ্যে সর্বোচ্চটুকু দিতে হবে; সেক্ষেত্রে সকলের সহযোাগিতা লাগবে। স্বল্প সুযোগ-সুবিধার মধ্যেও আমরা ভালো করছি। একটি প্রক্রিয়ার মধ্যে থেকে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।’

সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নূর আলম।

সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow