আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক

Apr 20, 2025 - 20:29
 0  3
আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক
ছবি : সংগৃহীত

মোঃ মনির মন্ডল, সাভার

আশুলিয়ায় টংগাবাড়ি এলাকায় রোকসানা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করে স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী।

রোববার (২০ এপ্রিল) ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে। আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, টংগাবাড়িতে রোকসানা আক্তার তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পান বাড়ির লোকজন। পরে তাঁরা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করেন থানা নিয়ে আসেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক। এই ঘটনায় থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow