আসামির বিরুদ্ধে থানায় ঢুকে ওসিকে হুমকির অভিযোগ

Aug 29, 2025 - 18:50
 0  4
আসামির বিরুদ্ধে থানায় ঢুকে ওসিকে হুমকির অভিযোগ
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

১৮টি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন। এবার তাঁর বিরুদ্ধে থানায় ঢুকে ওসিকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর ওসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন ওই ছাত্রদল নেতা। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে পৌর শহরের প্রধান সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা মোক্তার হোসেনের অভিযোগ, গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া তাঁর সঙ্গে অসদাচরণ করেছেন।

ওসি বাচ্চু মিয়া জানান, গত বুধবার দুপুর ১টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনসহ চার-পাঁচজন তাঁর অফিসে আসেন। মোক্তার হোসেনের বিরুদ্ধে রাস্তার কাজে বাধাদানসহ দুটি অভিযোগ ছিল। এ নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁর বিরুদ্ধে ১৮টি মামলার পরোয়ানা আছে জানালে তিনি তাঁর লোকজনসহ হট্টগোল শুরু করেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে কথা বলা শুরু করলে ওসি বাচ্চু মিয়া তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে উল্লেখ করেন। পরে কথাকাটাকাটি শুরু হলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মোক্তার হোসেনসহ ছাত্রদল নেতাকর্মীরা থানা থেকে বেরিয়ে যান। এর পর মোক্তার হোসেন দলীয় নেতাকর্মীদের খবর দিয়ে এনে ওসির অপসারণ এবং মাফ চাওয়ার দাবিতে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এন আব্দুল্লাহ আল মামুন ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে আমার নামে অনেকগুলো মিথ্যা মামলা হয়েছিল। মামলাগুলো বর্তমান সরকারের আমলে নিষ্পত্তি প্রক্রিয়াধীন। মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন ওসি বাচ্চু মিয়া। আগামী ১২ ঘণ্টার মধ্যে ওসি বাচ্চু মিয়াকে গফরগাঁও থানা থেকে অপসারণ করতে হবে। ওসি বাচ্চু মিয়াকে ছাত্রদলের কাছে মাফ চাইতে হবে।’

গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়ার ভাষ্য, ছাত্রদল নেতা মোক্তার হোসেন তাঁর অফিসে গিয়েছিলেন। কেন তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নেওয়া হলো এই কথা বলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরোয়ানা থাকা ১৮টি মামলায় দ্রুত জামিন নিতে বলায় তাঁকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে হট্টগোল করে থানা থেকে বেরিয়ে যান। ছাত্রদল নেতার সঙ্গে অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সমকালকে জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামি থানায় এসে ঘোরাফেরা করলে বিভিন্ন মাধ্যম থেকে পুলিশকে চাপে পড়তে হয়। এ ধরনের আসামির ক্ষেত্রে দলমত দেখার সুযোগ নেই। ওসি জানিয়েছেন তাদের সঙ্গে কোনো অসদাচরণ করেননি। উল্টো ওসির নামে বদনাম দিচ্ছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow