ইউক্রেনে পেনশনের সারিতে দাঁড়ানো মানুষের ওপর রুশ হামলা, নিহত ২৪

Sep 10, 2025 - 10:03
 0  3
ইউক্রেনে পেনশনের সারিতে দাঁড়ানো মানুষের ওপর রুশ হামলা, নিহত ২৪
ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে পেনশনের জন্য সারিতে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

নিহতদের বেশিরভাগ প্রবীণ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলা হওয়া এই অঞ্চলটি যুদ্ধের ফ্রন্টলাইনের কাছেই অবস্থিত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে  সংবাদমাধ্যম বিবিসি।

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিহতরা সাধারণ মানুষ এবং তারা দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে জড়ো হয়েছিলেন। আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন বলেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

পাশের শহর লিমানের স্থানীয় প্রশাসক ওলেক্সান্দ্র ঝুরাভলিওভ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে পেনশন বিতরণের সময় বর্বরোচিত এ হামলা হয়। নিহতদের বেশিরভাগই প্রবীণ নাগরিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow