ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের অভিশাপ থেকে রক্ষা করতে যা করল মালদ্বীপ
ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের অভিশাপ থেকে রক্ষা করতে ইতিহাস গড়ল মালদ্বীপ। দেশটি বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকর করেছে। শনিবার (০১ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর টিআরটি ওয়ার্ল্ড
নতুন আইনের আওতায় ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্ম নেয়া কেউ আজীবনের জন্য তামাকজাত পণ্য কিনতে, ব্যবহার করতে বা তাদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করতে পারবে না। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত মে মাসে এই আইন অনুমোদন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য ‘তামাকমুক্ত প্রজন্ম’ তৈরি করা। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তরুণ মালদ্বীপবাসীদের তামাকের প্রাণঘাতী প্রভাব থেকে রক্ষা করতে এটি এক সাহসী পদক্ষেপ।
আইন অনুযায়ী, এখন থেকে দোকানগুলোকে ক্রেতার বয়স যাচাই করে তামাকজাত পণ্য বিক্রি করতে হবে। নিষেধাজ্ঞাটি সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এছাড়া মালদ্বীপে ভ্যাপিং ও ই-সিগারেটের ওপরও বিশ্বের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। দেশটিতে সব বয়সের মানুষের জন্য এসব পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
What's Your Reaction?

