বিচারকদের বদলি-পদোন্নতির সুস্পষ্ট নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার : আইন উপদেষ্টা
আইনের অনেক প্রয়োজনীয় সংস্কার আগের সরকারগুলো না করলেও অন্তর্বর্তী সরকার করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় বক্তব্যকালে এমনটা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, অতীতে উচ্চ আদালতে কোয়ালিটি লেস বিচারক নিয়োগ হতো। জয় বাংলা বলতে পারলেই বিচারপতি হতেন, আইন করে আমরা সেটি বন্ধ করেছি। বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালাও করেছে অন্তর্বর্তী সরকার।
বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর কাজ আপনারা দুনিয়াতে করেন। আল্লাহ বিচার করবেন। এরপরও আসামিদের রিমান্ডে নিয়ে কিছু বিচারক কীভাবে নির্যাতন করতে বলতেন, এমন প্রশ্ন তুলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট আমল এখন আর নেই। শেখ হাসিনার মতো এতবড় ফ্যাসিস্ট আর বাংলাদেশে আসবে না, ছোটখাটো আসতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের পর যে সরকারই আসুক, বিচারকদের ন্যায়বিচার প্রতিষ্ঠান আহ্বান জানান তিনি।
এদিন অনুষ্ঠানে বিচার বিভাগ পৃথকীকরণে ব্যারিস্টার মইনুল হোসেনের অবদান স্বীকার করে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ বলেন, শেষ জীবনে তার প্রতি অবিচার করা হয়েছে। এজন্য বিচারকদের পক্ষ থেকে ক্ষমাও চান তিনি।
What's Your Reaction?

