৪০০ কোটি পাউন্ড জালিয়াতি, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দুর্নীতির অভিযোগ ওঠা একটি চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সে সময়কার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দি টাইমস এই খবর দিয়েছে।
বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি চালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড আত্মসাতে টিউলিপ সিদ্দিক তার পরিবারকে সহায়তা করেছেন এমন অভিযোগে ক্যাবিনেট অফিসের প্রপার্টি অ্যান্ড এথিকস বিষয়ক একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগ ওঠা ওই বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষরে সহায়তা করার বিষয়ে অভিযোগ আনা হয় টিউলিপের বিরুদ্ধে। পারিবারিক সম্পর্কে শেখ হাসিনা তার খালা হন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশের আসন হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেটের প্রতিনিধি টিউলিপ সিদ্দিক সম্প্রতি প্রপার্টি অ্যান্ড এথিকস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার জন্য সম্মতি দিয়েছিলেন। এরই ধারাবহিকতায় গত বৃহস্পতিবার তিনি তার অফিসে ওই প্রতিনিধি দলটিকে স্বাগত জানান এবং এক হাজার কোটি পাউন্ডের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
রাশিয়ার সঙ্গে করা ওই চুক্তির বিষয়ে টিউলিপ কী ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে মন্তব্য করার জন্য অবশ্য তাকে পাওয়া যায়নি। তবে ক্যাবিনেট অফিস থেকে জানানো হয়েছে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দুর্নীতির বিষয়ে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তিনি।
What's Your Reaction?