উল্লাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
"তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দিবসটি পালন উপলক্ষে উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণ পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
প্রশাসক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম (মোগল) এর সভাপতিত্বে উক্ত দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব ফরিদুল হক মিলন, প্যানেল চেয়ারম্যান মোঃ নওজেশ, আবুল কালাম আজাদ, মোছাঃ নাসরিন, ইউপি সদস্য মোঃ বাবু আকন্দ, মোঃ রাঙ্গা আকন্দ ইউপি সদস্যগণ সহ গ্রামপুলিশ।
সভায় বক্তারা বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। তা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের সু-সম্পর্ক বজায় থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
What's Your Reaction?






