ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি : মির্জা ফখরুল

Jan 18, 2025 - 13:13
 0  1
ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি : মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায় বিএনপি তা খেয়াল রাখবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা দেশে অবদান রাখে কিন্তু ভোটে আসেন না, জনগণের সাথে কথা বলে তাদের পার্লামেন্টে আনতে চায় বিএনপি। 

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কারকে অর্থনৈতিক আর রাজনৈতিক এই দুইভাবেই দেখে বিএনপি। এরমধ্যে রাজনৈতিক সংস্কারে বেশি গুরুত্ব দিবে দলটি। 

তিনি আরও বলেন, রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। 

এসময় দ্রুত নির্বাচন দাবিকে রাজনৈতিক কৌশল মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে।

ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না।

অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow