ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ফের পেছাল

Oct 15, 2025 - 14:50
 0  2
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ফের পেছাল
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তদন্ত সংস্থার সময় আবেদনের পরিপেক্ষিতে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইবুনাল-১ আজ বুধবার এ আদেশ দেন।

এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় ১৬ জনকে। এরা হলেন- আনিসুল হক, সালমান এফ রহমান, আমির হোসেন আমু, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ড. তৌফিক ইলাহী চৌধুরী, ডা. দীপু মনি, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গাজী গোলাম দস্তগীর, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম।

একইসঙ্গে পুলিশের সাবেক আইজি ড. জাবেদ পাটোয়ারীসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন একই ট্রাইব্যুনাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow