প্রস্তুত না হওয়ায় আগামীকাল কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট

Jan 8, 2025 - 19:07
 0  1
প্রস্তুত না হওয়ায় আগামীকাল কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট
ছবি : সংগৃহীত

প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামীকাল কেরানীগঞ্জ কারাগারের আস্থায়ী আদালতে বিডিআর মামলার বিচারকার্য পরিচালিত হবে না। তবে বকশীবাজার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনের অস্থায়ী আদালত মামলা পরিচালিত হবে। বুধবার (৮ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের পিআরও-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনা করার জন্য ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় উক্ত অস্থায়ী আদালত ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে উক্ত অস্থায়ী আদালত ভবনে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় উক্ত কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow