মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউরকে ঘাড় ধাক্কার ঘটনায় ইসিকে আইনি নোটিশ

Jan 6, 2026 - 17:00
 0  4
মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতাউরকে ঘাড় ধাক্কার ঘটনায় ইসিকে আইনি নোটিশ
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে ইসিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি মানিকগঞ্জের জেলা প্রশাসক ও মানিকগঞ্জের পুলিশ সুপারকেও এ নোটিশ পাঠানো হয়।

এর আগে, রোববার (৪ জানুয়ারি) মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমানকে জেলা প্রশাসক কার্যালয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আতাউর রহমান।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই হয়। যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বিএনপির স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। একই সময় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর পরপরই আতাউর রহমান আপত্তি জানান। তিনি আফরোজা খানমের বিরুদ্ধে করা মামলা ও গ্যাসের বিল-সংক্রান্ত বিষয় তুলে ধরে আপত্তি করেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ উপস্থিত কর্মকর্তা, অধিকাংশ প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

অভিযোগে বলা হয়, সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় আতাউর রহমানকে ধাক্কা দিয়ে বের হতে শাসান মানিকগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন যাদু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন ও রিতার এপিএস সোহেল রানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow