কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
 
                                    কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা ভেটেরিনারী কর্মকর্তা ডা. মামুনুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৪জন সুফলভোগীদের মাঝে ৩০৮টি ছাগল বিতরণ করা হয়।
এর মধ্যে প্রতি পরিবারের মাঝে ২টি করে ছাগল, ২৫ কেজি খাদ্য, ২ ফাইল টিন ও চারটি সিমেন্টের খুটি, ৫টি ফ্লোরম্যাট বিতরণ করা হয়েছে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            