কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো মাহবুব উল আলম হানিফের বাড়ি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের কুষ্টিয়া শহরের বাড়ির একটি অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সেখানে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িটিতে বুলডোজার নিয়ে হামলা চালায় একদল জনতা। তারা বাড়িটির গেইট ও দেয়াল ভেঙে ফেলে। পরে বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে এ সময় বাড়িতে কোনো জিনিসপত্র বা লোকজন ছিল না।
৫ অগাস্ট সরকার পতনের পর হানিফের এই বাড়িতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
এদিকে হানিফের বাড়ি ভাঙচুরের পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া শহরের কদমতলা মোড়ের বাড়ি ভাঙচুর করতে যায় জনতা।
তবে সাততলা ওই ভবনের বিভিন্ন ফ্লোরে বসবাসকারীদের প্রবল আপত্তির মুখে ভাঙচুর করতে না পেরে মশাল মিছিল করে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা।
ভাঙচুর-অগ্নিসংযোগের সময় ঘটনাস্থলে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মন্তব্য করতে চাননি।
একজন কর্মকর্তা বলেছেন, “এখনও কেউ অভিযোগ নিয়ে পুলিশের কাছে আসেনি। তবুও পুলিশ তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
What's Your Reaction?